বিস্তারিত বিষয়
১১ বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে ফিরছেন বাবা-মা
১১ বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে এখনো খুঁজে ফিরছেন বাবা-মা
[ভালুকা ডট কম : ১৮ নভেম্বর]
১১ বছর আগে চট্রগ্রামের বায়েজীদ থানা এলাকায় ছেলের বাসায় বেড়াতে গিয়ে ৬ বছর বয়সী নিজ ছেলে আমিনুল ইসলামকে হারিয়ে ফেলেন স্থানীয় আব্দুল জলিল মিয়া (৭০)। এরপর থেকে বাবা-মা দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে আদরের সন্তানকে খুঁজে ফিরলেও তার সন্ধান পাননি। তারা আশা ছাড়েননি, এখনো খুঁজে ফিরছেন সন্তানকে। তাদের বিশ্বাস তাদের হারিয়ে যাওয়া সন্তানকে একদিন ফিরে পাবেন। আব্দুল জলিল মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের মুমিনপুর গ্রামে।
তিনি (জলিল) জানান, তার ৩ ছেলে ও ২ মেয়ে সন্তানের মাঝে আমিনুল ইসলাম হল ৪র্থ সন্তান। ২০০৭ ইং সনে আমিনুলকে নিয়ে চট্রগ্রামের বায়েজীদ থানার বাংলাবাজার ব্রিক ফিল্ড রোড এলাকায় তার বড় ছেলে এমদাদুল হকের বাসায় বেড়াতে গিয়েছিলেন। এসময় আমিনুল খেলাধূলার জন্য বাসা থেকে বের হলে আর বাসায় ফেরেনি। ওই সময় তাকে আশপাশ এলাকাসহ বিভিন্ন স্থানে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে আমিনুলের বড় ভাই এমদাদুল হক চট্রগ্রামের বায়েজীদ থানায় একটি সাধারন ডায়রী করেন (জিডি নং-১৩০ তাং-০৩/০৮/২০০৭ ইং)।
আব্দুল জলিল আরো জানান, সম্প্রতি গৌরীপুর পৌরসভার পশ্চিম দাপুনিয়া এলাকায় স্থানীয় শাহীন চৌধুরী বাবলুর বাড়ীতে ১৬/১৭ বছরের এক জনৈক কিশোর এসেছিল তার পরিবার ও বাড়ির খুঁজে। খবর পেয়ে তিনি ছুঁটে যান ওই বাড়িতে, গিয়ে শুনেন ওই কিশোরটি তার বাড়ির সন্ধ্যান না পেয়ে নিরাশ হয়ে ফিরে গেছে। বাবলু এসময় তার হাতে কিশোরটির একটি ছবি ধরিয়ে দেন। ওই ছবির কিশোরের শরীরের গঠন, আকৃতি ও মুখমন্ডল দেখে আব্দুল জলিল সনাক্ত করেন, ওই কিশোরটি তার হারিয়ে যাওয়া ছেলে আমিনুল।
শাহীন চৌধুরী বাবলু জানান, চলতি বছরের জানুয়ারী মাসে ওই কিশোরটিকে কিশোরগঞ্জ রেলওয়ে জংশনে কান্নাকাটি করতে দেখে তার এক নিকতম আত্মীয়। এসময় তার নাম ও ঠিকানা জিজ্ঞেস করা হলে, সে বলে তার নাম সাগর ও বাড়ি গৌরীপুর। এছাড়া অন্য কোন কিছু সে বলতে পারেনি। বাড়ী ও পরিবারের সন্ধানের জন্য পরে লোক মারফত কিশোর সাগরকে পাঠানো হয় গৌরীপুরে। এসময় তার নাম সাগর ও বাড়ি গৌরীপুর ছাড়া অন্য তথ্য বলতে না পারায় বিপত্তি ঘটে। ফলে পুনরায় কিশোরগঞ্জে মানিকখালি তার আত্মীর বাড়ীতে পাঠিয়ে দেয়া হয় সাগরকে।
এদিকে সাগরের সন্ধানে কিশোরগঞ্জের মানিকখালিতে ছুটে যান আব্দুল জলিল। এসময় মানিকখালির স্থানীয় গিয়াস উদ্দিন তাকে জানান, সাগরকে কিশোরগঞ্জ স্টেশনে পাওয়ার পর তার বাসায় আশ্রয় দিয়েছিলেন। গৌরীপুর থেকে ফিরে আসার পর কাউকে কোন কিছু না বলে হঠাৎ বাসা থেকে চলে যায়। এরপর সে আর ফিরে আসেনি।
সাগর নামে ওই কিশোরের যদি কেউ সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৮৫৭১৫২৩৬৪, ০১৮৩৪২৭৮৮১৮ এ দুটি মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেন আব্দুল জলিল। #
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
পাঠক মতামত বিভাগের অন্যান্য সংবাদ
-
দুরারোগ্য রোগে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী সাদী [ প্রকাশকাল : ১৪ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.০০ অপরাহ্ন]
-
প্রকাশিত সংবাদের প্রতিবাদ [ প্রকাশকাল : ১৩ ফেব্রুয়ারী ২০১৯ ০১.০০ অপরাহ্ন]
-
প্রকাশিত সংবাদের প্রতিবাদ [ প্রকাশকাল : ০৭ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.০৩ অপরাহ্ন]
-
রাণীনগরের এরশাদ সবার সহযোগিতা চায় [ প্রকাশকাল : ৩০ জানুয়ারী ২০১৯ ০৮.৩৪ অপরাহ্ন]
-
নান্দাইলে জনগণের ভালবাসায় সিক্ত হলেন এমপি তুহিন [ প্রকাশকাল : ১৩ জানুয়ারী ২০১৯ ০৬.২৪ অপরাহ্ন]
-
১১ বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে ফিরছেন বাবা-মা [ প্রকাশকাল : ১৮ নভেম্বর ২০১৮ ০৬.২১ অপরাহ্ন]
-
নান্দাইলে বিরল রোগে আক্রান্ত স্কুল ছাত্রী লাভলী [ প্রকাশকাল : ১০ অক্টোবর ২০১৮ ০৭.১৩ অপরাহ্ন]
-
সন্তানকে বাঁচাতে বাবার করুণ আর্তনাদ [ প্রকাশকাল : ০২ অক্টোবর ২০১৮ ০৭.১৪ অপরাহ্ন]
-
জেলা আ’লীগের সম্পাদক মন্ডলীর হাজী রফিকের কৃতজ্ঞতা প্রকাশ [ প্রকাশকাল : ১৮ সেপ্টেম্বর ২০১৮ ০২.৩০ অপরাহ্ন]
-
ভালুকা রাইস মিল মালিক সমিতির সভাপতির বক্তব্য [ প্রকাশকাল : ১০ সেপ্টেম্বর ২০১৮ ১১.০০ পুর্বাহ্ন]
-
প্রকাশিত সংবাদের প্রতিবাদ [ প্রকাশকাল : ০২ সেপ্টেম্বর ২০১৮ ০৭.০০ অপরাহ্ন]
-
প্রকাশিত সংবাদের প্রতিবাদ [ প্রকাশকাল : ২৭ আগস্ট ২০১৮ ০৬.৩০ অপরাহ্ন]
-
একটি মানবিক আবেদন [ প্রকাশকাল : ২০ আগস্ট ২০১৮ ০৬.০০ অপরাহ্ন]
-
কোরবানির পশু ক্রেতা-বিক্রেতার জন্য পরামর্শ [ প্রকাশকাল : ১৭ আগস্ট ২০১৮ ১২.২০ অপরাহ্ন]
-
পুরুষ তুমি অন্তরে বাহিরে [ প্রকাশকাল : ১৭ আগস্ট ২০১৮ ১২.০৬ অপরাহ্ন]